শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের সাথে গত ২ জানুয়ারি’২৫, বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় সমাজসেবা দিবস ‘২৫ পালিত হয়। স্থানীয় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এর যৌথ আয়োজনে আলোচনা সভা, রোগী কল্যাণ সমিতি হতে অসহায় রোগী ও ছিন্নমূল পর্যায়ে কম্বল বিতরণ, প্রতিবন্ধী সুবিধাভোগীর হাতে নগদ অর্থ প্রদান ছিলো দিনের কার্যসুচি’র অন্যতম। স্থানীয় হলরুমে অনুষ্ঠেয় ‘নেই পাশে যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্য ধারণ করে কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা’য় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত, স্বাগত বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য ছাড়াও মুক্ত আলোচনায় স্বাবলম্বী সুমী রাণী গৌড়, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা’র সম্মানিত সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন শ্রেণির সুবিধাভোগী ছাড়াও উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাহুল চক্রবর্তী, উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন আনোয়ার পারভেজ লিহনসহ দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিত্ব, বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, দূরারোগ্য ব্যাধী ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা ভাতা, বারো টি এতিম খানার দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দুই হাজার টাকা করে শিক্ষা ভাতাসহ মোট পঁচিশটি প্রকল্পের অর্থায়ন করা হয়, যা আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসৃজনের মাধ্যমে এইসব সুবিধা ভোগীদের জীবন-মান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, ১৯৪৭ সালে জাতিসংঘের পরামর্শক্রমে সমাজসেবা পরিদপ্তর, ধাপে ধাপে এ প্রতিষ্ঠান অধিদপ্তর এবং ২০১২ সালের ২রা জানুয়ারিকে জাতীয় সমাজসেবা দিবস হিসেবে উদযাপন করে আসছি। তিনি আরো বলেন, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পঁচিশটি প্রকল্পে অর্থায়ন এর মাধ্যমে দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে যে মানবিক কার্যক্রম পরিচালিত হয় তা নিঃসন্দেহে শুধু মানবিক নয় এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির মোক্ষম সুযোগ ও পারলৌকিক মুক্তি লাভের কারণ হতে পারে।
এর আগে একটি বর্ণাঢ্য উয়াকাথন (র্যালী) উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।