শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সমাজ কল্যাণ সংসদ এর ১৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছায় বোরো ধান সংগ্রহ অভিযান শুরু, মণ প্রতি ১৪৪০ টাকা এবার হায়েনার নখর ৩য় শ্রেণির শিক্ষার্থীর সম্ভ্রমে! মুক্তাগাছায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু পারভেজ হত্যার প্রতিবাদে মুক্তাগাছা ১নং দুল্লা ইউনিয়ন ছাত্রদলের মানববন্ধন মুক্তাগাছায় আ’লীগ নেতা গ্রেফতার মুক্তাগাছায় সরকারি অফিসের তালা ভেঙে চুরির চেষ্টা!  চাকরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার এবার মুক্তাগাছায় শিশু কন্যা ধর্ষিত!  ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল জনতা! মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২

মুক্তাগাছায় বাবর রাবেয়া নগর আইটি স্কুলে অবৈধ নিয়োগ প্রাপ্তদের এমপিও বাতিলের দাবিতে মানববন্ধন

module: a; hw-remosaic: 0; touch: (0.4425926, 0.4425926); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছায় বাবর রাবেয়া নগর আইটি স্কুলের প্রধান শিক্ষক অপসারণসহ বর্তমানে অবৈধ নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও স্থগিত ও প্রতিষ্ঠালগ্ন হতে নিয়োগপ্রাপ্ত যোগ্যদের পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাবর রাবেয়া নগর আইটি স্কুলের সামনে সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাবর রাবেয়া নগর আইটি স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাকাল ২০০৩ সাল হলেও এর একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৩ সাল থেকে। প্রতিষ্ঠানটি বিগত ১৭.০২.২০১৩ তারিখে প্রথম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। নিয়োগ প্রাপ্ত পাঁচ জন শিক্ষককে প্রতিষ্ঠানটির ভৌত অবকাঠামো নির্মাণ ও প্রক্রিয়াকরণ কাজের কথা বলে বিভিন্ন অংকের অর্থ গ্রহণ করে নিয়োগ প্রদান করেন এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম চৌধুরী এবং তার নামীয় স্থানীয় শতাব্দী নামক এনজিওতে বিনা পারিশ্রমিকে হাড়ভাঙ্গা পরিশ্রম করান। ঐ সময় তিনি একাধারে হাজী কাশেম আলী টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজে চাকুরিরত অবস্থায় অপর একজন শিক্ষক এর দ্বৈত ইনডেক্স এ বেতন গ্রহণ করেন এবং পরবর্তীতে তার অর্থদন্ড হয়। উক্ত দন্ডপ্রাপ্ত প্রতারক শিক্ষক অত্র স্কুলের প্রধান শিক্ষক হিসেবে তৎকালীন প্রভাবশালী মন্ত্রীর ফুফাতো ভাই সুবাধে ও স্থানীয় নেতাদের ছত্রছায়ায় একের পর এক দুর্নীতি করে প্রতিষ্ঠানের সূচনালগ্ন হতে অক্লান্ত পরিশ্রমী ও ত্যাগী শিক্ষকদের এমপি’ও সুবিধা থেকে বঞ্চিত করেন। উক্ত শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থী সংগ্রহ, প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করা সত্বেও সবকিছু অগ্রাহ্য করে এমপি’ও ভূক্তির প্রক্রিয়া কালে বিভিন্ন অংকের টাকা পূণঃদাবি এবং হাতিয়ে নেওয়ার পরও নিয়োগবিধি বর্হিভূত কতিপয় ব্যক্তিবর্গের নিকট থেকে জন প্রতি ১৫/২০ লক্ষ টাকার মোটা অংকের ঘুষ নিয়ে সম্পূর্ণভাবে অবৈধ নিয়োগের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকদের এমপি’ও ভুক্ত করান।

মানববন্ধনে বাবর রাবেয়া নগর আইটি স্কুলের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও প্রাক্তণ শিক্ষার্থীরা নেতৃত্ব দেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত