শুক্রবার, ০২ মে ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে শহীদ মঞ্জুরুল কবির ৮২ তম শহীদ এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে ডিসেম্বর) দুপুর ২:৩০ মিনিটে বনবাংলা এফ রহমান উচ্চ বিদ্যালযের মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামি ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফখরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এসময় উদ্বোধনী বক্তব্য রাখেন শহীদ মঞ্জুরুল কবিরের ভাই বজলুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ শামসুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ আল মোজাহিদ, অফিস ও প্রচার সম্পাদক আজহারুল ইসলাম শাহীন, পৌর আমীর আফতাবুব রহমান আকন্দ প্রমূখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মতিউর রহমান আকন্দ