শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সমাজ কল্যাণ সংসদ এর ১৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছায় বোরো ধান সংগ্রহ অভিযান শুরু, মণ প্রতি ১৪৪০ টাকা এবার হায়েনার নখর ৩য় শ্রেণির শিক্ষার্থীর সম্ভ্রমে! মুক্তাগাছায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু পারভেজ হত্যার প্রতিবাদে মুক্তাগাছা ১নং দুল্লা ইউনিয়ন ছাত্রদলের মানববন্ধন মুক্তাগাছায় আ’লীগ নেতা গ্রেফতার মুক্তাগাছায় সরকারি অফিসের তালা ভেঙে চুরির চেষ্টা!  চাকরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার এবার মুক্তাগাছায় শিশু কন্যা ধর্ষিত!  ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল জনতা! মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২

ভাতিজার হাতে চাচা খুন, আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ গত শনিবার (১৫ নভেম্বর ২০২৪) জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের নটাকরি ভদ্রের বাইদ গ্রামের নিবাসী মৃত ওয়াহেদ আলী ওরফে গদু’র ৪র্থ পুত্র বিল্লাল হোসেন (৫৫) কে বাসায় একা পেয়ে তারই আপন বড় ভাই আঃ মান্নান(৬০) এবং তার ছেলে রতন (৩৩) ও হিরা (২৫) গাছের সাথে বেধে বেধড়ক মারধর করে। নিহত বিল্লাল হোসেনের পরিবারের সদস্যরা জানায়, দুইবছর যাবৎ বিল্লাল হোসেনের পৈত্রিক সম্পদ তার ভাইয়েরা জবর দখল করে রেখেছিলো। স্থানীয় নেতারা বিষয়টি জানতেন এবং তাদের দ্বারা ভুক্তভোগীও হয়েছেন তার পরিবার। তার বুকে শক্ত কাঠের শারক জাতীয় কিছু দিয়ে আঘাত করায় তিনি ব্যাথার কথা জানিয়েছিলেন এবং বিল্লাল হোসেন এর পরিবারের সদস্যরা ঢাকায় থাকায় চিকিৎসা নিতে বিলম্ব হয়। এলাকাবাসী মমেক এ ভর্তি করালেও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার সকাল ১১টায় তিনি মারা যান। বিল্লাল হোসেন দুল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক যুবদলের সেক্রেটারি ছিলেন। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে এ ঘটনায় মাত্র ৩০-৪০ মিনিটের মধ্যে চার’জন মুল আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ১.মোঃ আঃ মান্নান (৬০), পিতা-মৃত ওয়াহেদ আলী ওরফে গদু, ২.মোঃ হীরা হোসেন (২৪), পিতা-আঃ মান্নান ৩. মোছাঃ মোরশেদা আক্তার (৪৫), স্বামী-মোঃ দুলাল উদ্দিন ৪. মোছাঃ মৌসমী বেগম (২৫), স্বামী-মোঃ রতন মিয়া সোলায়মান, সর্ব গ্রাম-নটাকরি ভদ্রের বাইদ, থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ।

এ ঘটনায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের লোকজনকে আসামীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার আশ্বাস প্রদান করেন এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ইতিমধ্যে ময়মনসিংহ সিজেএম কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত