শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
সমাজ কল্যাণ সংসদ এর ১৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুক্তাগাছায় বোরো ধান সংগ্রহ অভিযান শুরু, মণ প্রতি ১৪৪০ টাকা এবার হায়েনার নখর ৩য় শ্রেণির শিক্ষার্থীর সম্ভ্রমে! মুক্তাগাছায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু পারভেজ হত্যার প্রতিবাদে মুক্তাগাছা ১নং দুল্লা ইউনিয়ন ছাত্রদলের মানববন্ধন মুক্তাগাছায় আ’লীগ নেতা গ্রেফতার মুক্তাগাছায় সরকারি অফিসের তালা ভেঙে চুরির চেষ্টা!  চাকরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার এবার মুক্তাগাছায় শিশু কন্যা ধর্ষিত!  ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল জনতা! মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২

মাধ্যমিক বিদ্যালয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে অফিস আদেশ জারি। 

বাবুল হোসেন,ময়মনসিংহঃ আজ মুক্তাগাছায় শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে উপজেলাধীন প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অফিস আদেশ প্রেরণ করেছেন নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: গোলাম আজম।

২০ নভেম্বর ২০২৪, বুধবার সকাল ১০:৩০ টায় সচেতন নাগরিক কমিটি (সনাক), মুক্তাগাছা কর্তৃক আয়োজিত মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা শেষে তিনি এই অফিস আদেশ জারি করেন। জানা যায়, সনাক মুক্তাগাছা শিক্ষা, স্বাস্থ্য, ভূমি খাতে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে ২০২২ সাল থেকে প্যাকটা নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে উপজেলাধীন ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন সময়ে কমিউনিটি মনিটরিং, কমিউনিটি অ্যাকশন সভা ও নাগরিক সভা বাস্তবায়ন করেছে। এসকল কার্যক্রমের মাধ্যমে উত্থাপিত সমস্যা সমাধানের লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা আয়োজন করা হয়। বুধবার সনাক কর্তৃক অধিপরামর্শ সভায় উত্থাপিত সমস্যাসমূহের মধ্যে ৭টি বিষয় উল্লেখ করে তা সমাধানে প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর তাৎক্ষণিক অফিস আদেশ জারি করেন। এগুলোর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের সুবিধাজনক স্থানে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন ও এ সংক্রান্ত রেজিস্টার খাতা সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা। প্রতিবন্ধীবান্ধব কাঠামো (শ্রেণিকক্ষ, টয়লেট, প্রবেশ পথ) ও সরঞ্জামাদি নিশ্চিত করা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পানির সুব্যবস্থা করা। দুর্নীতিবিরোধী চেতনা বৃদ্ধি ও নৈতিক শিক্ষা প্রসারের লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরী ও নিয়মিত বাস্তবায়ন করা। রশিদ ব্যতিত অর্থ লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাক। যৌন হয়রানিমুক্ত প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে বৈষম্যহীন আচরণ ও সুবিধা নিশ্চিত করা এবং স্বজনপ্রীতিমুক্ত শিক্ষাঙ্গণ গড়ে তোলা। উক্ত বিষয়সমূহ বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নিয়মিত তদারকি করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় জাকিয়া আক্তার ও জেসমিন খান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারগন উপস্থিত ছিলেন।
মো: দেলোয়ার, এরিয়া কোঅর্ডিনেট, টিআইবি এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন হেলাল উদ্দিন নয়ন, সদস্য, শিক্ষা বিষয়ক উপ-কমিটি, সনাক-মুক্তাগাছা। সমাধানের লক্ষ্যে বিদ্যমান নানাবিধ সমস্যা তুলে ধরেন এম ইদ্রিছ আলী, সদস্য, সনাক-মুক্তাগাছা, সাধারণ সম্পাদক, মুক্তাগাছা প্রেসক্লাব।। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন মোহাম্মদ মুজাহিদুর রহমান, সদস্য, সনাক-মুক্তাগাছা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সেলিনা আক্তার, সদস্য, সনাক-মুক্তাগাছ। এছাড়া সনাক সদস্য, দেলোয়ারা আক্তার লাভলীসহ ইয়েস এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত