বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
মোঃ শাহীনুর আলম, ময়মনসিংহঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৫ নং বাঁশাটি ইউনিয়নের এ কে এম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল ৩ টায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে হাবিবুর রহমান খান রতন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জাহাঙ্গীর হাসান, মুর্শিদুজ্জামান খান সাইফুল, হাফিজুর রহমান খান মন্জু, মতিউর রহমান খোকন, উপজেলা যুবদলের কাজী রিপন, সেচ্ছাসেবক দলের আহবায়ক জনি, ছাত্রদলের সদস্য সচিব আসাদ ফরাজিসহ উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ৫ নং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সকল ওয়ার্ডের পদ প্রত্যাশী নেতৃবৃন্দ। প্রত্যেক ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কর্মী সম্মেলনে উপস্থিত হন।কর্মী সম্মেলন সঞ্চালনা করেন এ কে এম জাহাঙ্গীর হাসান। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান খান বলেন, ৫ নং বাঁশাটি ইউনিয়নের সকল ওয়ার্ডকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান লেবু বলেন, বিএনপির হাতকে শক্তিশালী করতে প্রত্যেক ওয়ার্ডে কমিটি দেওয়া হবে। তাহলে বিএনপির হাত শক্তিশালী হবে।আরও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।