শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহসহ সারাদেশে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গত মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) রাতে ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং ওসি মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে তিন আওয়ামীলীগের নেতাকর্মীসহ দুইজন সিআর ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ৬নং মানকোন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী শফিকুল ইসলাম মানিক (৩৫), পিতা-মৃত মজিবুর রহমান, গ্রাম- নিমুরিয়া, ৫নং বাশাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম সাঈদ(৫৫), পিতা- মৃত জসিম উদ্দিন, গ্রাম- লাঙ্গুলিয়া, বাশাটি ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোঃ বোরহান উদ্দিন(৪৮), পিতা- মৃত আলহাজ্ব আঃ ছামাদ, গ্রাম গোয়ারী উত্তর পাড়া, মোঃ রফিকুল ইসলাম(২৬), পিতা- মোঃ আব্দুর রহিম, গ্রাম- রামাকানা, মোঃ আলম মিয়া(৩৬), পিতা- আব্দুল হাই, গ্রাম- রামাকানা, সর্ব থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা ঠিক রাখা ও জনসাধারণের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। সে জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুক্তাগাছাতেও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করে থানা পুলিশ। এছাড়াও সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করা মুক্তাগাছায় আরও বেশ কিছু আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে তাদেরও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।