বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তাগাছা ১ নং দুল্লা ইউনিয়ন ছাত্র দল
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ৩ ঘটিকার দিকে চেচুয়া বাজারে সি এন জি স্টেশন থেকে এই মানব বন্ধন শুরু হয়ে পুরো বাজার প্রতিবাদ র্যালি হয় । পারভেজ হত্যার প্রতিবাদ র্যালিতে প্রায় দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
১নং দুল্লা ইউনিয়ন ছাত্রনেতা এম এইচ আল-আমিন সঞ্চালনায় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ-সময় বক্তারা শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
১নং দুল্লা ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহসভাপতি মোঃ মোতালেব হোসেন বলেন, ৫ আগস্টের পরে বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে এখনও আওয়ামী দোসররা বিরাজমান। দেশকে অস্থিতিশীল করার যারা পাঁয়তারা করছে তাদের প্রতিহত করার জন্য ছাত্রদল সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন।
মানববন্ধনে ১নংদুল্লা ইউনিয়ন ছাত্রদল এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাওহীদ ইসলাম রানা বলেন, ‘প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
সিসিটিভি ফুটেজে সুস্পষ্টভাবে দেখা গেছে হত্যাকাণ্ডে অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী অংশ নিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আল্টিমেটাম দিতে চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে পারভেজ হত্যায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রদল আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। এসময় লিমন, তানভির সহ ভিবিন্ন ছাত্রদলনেতারা বক্তব্য রাখেন