শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ বর্ণাঢ্য র্যালী,বিষয়ভিত্তিক শ্লোগান ও উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস ‘২৪ পালিত হয় । ‘দক্ষ যুবক গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য কে ধারণ করে সারাদেশের সাথে মুক্তাগাছায় দিবসটি পালিত হয় । উপজেলা হলরুমে অনুষ্ঠেয় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ প্রশিক্ষনার্থী,আত্মপ্রত্যয়ী উদ্যোক্তা,সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন । শপথ পাঠ পরিচালনার মাধ্যমে আয়োজনের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশের বিশাল জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ এই যুব শক্তি যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বাস্তবধর্মী ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণসহ অর্থায়নের মাধ্যমে কর্ম সৃজন,আর্থ সামাজিক উন্নয়নসহ রেমিট্যান্স বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে । সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুব শক্তি কর্ম সৃজন,উদ্যোক্তা,বেকারত্ব দূরীকরণসহ পারিবারিক,সামাজিক তথা রাষ্ট্রীয় পর্যায়ে মর্যাদাবৃদ্ধি,দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে জাতীয় ঐক্যে অবদান,হতাশাগ্রস্ত যুবক যুবাদের সামাজিক অবক্ষয় রোধকল্পে যুব শক্তিতে রূপান্তরসহ আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো বেশি সংখ্যক যুবক যুবাদের প্রশিক্ষণের আওতায় আনার উদাত্ত আহ্বান জানান । আয়োজন শেষে উদ্যোক্তাদের মাঝে চেক,সনদসহ যাতায়াত ভাতা প্রদান করা হয় ।