নিজস্ব প্রতিবেদকঃ "ঘুচিয়ে আধাঁর ফুটাবো আলো, সমাজটাকে বদলাই চলো" এই প্রতিপাদ্যকে ধারণ করেই ২০১১ সালের ১লা মে সমাজ কল্যাণ সংসদের যাত্রা শুরু হয়। কিছু সদস্য নিয়ে শুরু হওয়া উক্ত সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৪০০০ জন। আজ ময়মনসিংহের মুক্তাগাছায় সমাজ কল্যাণ সংসদের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ সংসদ এর পৌর কমিটির সার্বিক সহযোগিতায় বিকাল ৪টায় শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে গৌরীপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি সরকারি কলেজ এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ) কাজী নাসির মামুন। সমাজ কল্যাণ সংসদ এর প্রতিষ্ঠাতা প্রধান আব্দুল আলিম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের সহ-সভাপতি শাহ্ ওয়ালীউল্লাহ্ মাসুদ। নবারুণ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক এনামুল হক এর মাধ্যমে উদ্বোধন হওয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা মহাবিদ্যালয় এর সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) সুজন কুমার সরকার। এসময় বক্তারা বলেন, সংগঠনটি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা আরো ত্রিমাত্রিক ভাবে বৃদ্ধি পাবে। যেহেতু এটি একটি অরাজনৈতিক মানবিক সংগঠন, সেহেতু এর সদস্য সংখ্যা আরো বাড়বে। গরীব, দুঃখী, অসহায় মানুষের জন্য কিছু করতে পারার চেয়ে আনন্দের কিছু নেই। মানবিক কাজে নেই কোন সমালোচনা, হিংসা, বিদ্বেষ, আছে শুধু মানুষের ভালোবাসা।সংগঠনের কাজটি ধর্ম নিরপেক্ষ হলেও কিন্তু এটি ধর্মীয় কাজ। এই অরাজনৈতিক সংগঠন থেকে কোন রাষ্ট্র বিরোধী কাজ করা যাবে না। সংগঠনের কাজ নিজের উন্নতি করা নয়, বরং অসহায়দের সহযোগিতা করা। এটি একটি অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন।
অনুষ্ঠান শেষে দুঃস্থ ও অসহায়দের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, আর্থিক সহযোগিতা ও বৃক্ষ বিতরণ করা হয়। এসময় উক্ত সংগঠনের সদস্য, শিক্ষক, স্কাউট সদস্য, বন্ধন ব্লাড মানবিক ফাউন্ডেশন মুক্তাগাছা এর সদস্যবৃন্দসহ সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।