নিজস্ব প্রতিবেদকঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন শহীদ স্মৃতি সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০:৩০ টায় কলেজ প্রাঙ্গণে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের অংশ হিসেবে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দেওয়া হয় এবং পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একাদশ শ্রেণির শিক্ষার্থী রোজা এবং অনিক এর সঞ্চালনায় শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বশির উদ্দীন খান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সেলিম তালুকদার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শাহ্ মুহাম্মদ মাহফুজুল বারী, নবীন বরণ কমিটির আহবায়ক এ কে এম ফেরদৌস, শিক্ষক পরিষদের সম্পাদক তানভীর আহমেদ, সদস্য আবুল ফজল, সদস্য ফখরুল আলম প্রমূখ।
নবাগত অধ্যক্ষ ও আজকের আয়োজনের সভাপতি শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেওয়ার মাধ্যমে নবীনকে বরণ করে বলেন, আজকের দিনের নবীন আগামী দিনের মানুষ গড়ার কারিগর তথা সামাজিক অসঙ্গতি নিরসনের সূর্য সৈনিক। তিনি বলেন, শিক্ষা জীবনে নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ও ছাত্র-শিক্ষক সমন্বয় হোক তোমাদের আগামী দিনের পাথেয়।