নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের সাথে যখন মুক্তাগাছাবাসী কনকনে ঠান্ডায় জবুথমু অবস্থা, তখন সকাল ১১ টায় পূর্ব ঘোষিত কর্মী সম্মেলনে উপস্থিতি প্রায় অসম্ভব হলেও যথাসময়ে সম্মেলন স্থল নেতা- কর্মী- সমর্থক- জনতায়একেবারে টইটম্বুর! উপজেলাযর শহরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকা থেকে রিকশা, ভ্যান, অটো, ট্রাক এবং পায়ে হেঁটে নেতা- কর্মী- সমর্থক- মিছিলে মিছিলে অনুষ্ঠান স্থল মুখরিত করে তোলে। 'আল কুরআনের আলোয় গড়বো দেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ', 'ফ্যাসিবাদের দিন শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ' বিভিন্ন স্লোগান আর প্যানা- ব্যানার- ফেস্টুন- তোরণে রঙিন সাজে সেজে ছিলো পুরো অনুষ্ঠানসহ আশপাশের এলাকা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিক্যাল টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও দলীয় সেচ্ছাসেবীদের শৃঙ্খলা বদ্ধ দায়িত্ববোধ ছিলো চোখে পড়ার মতো।
১ম বারের মতো গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক কর্মী সম্মেলন এক পর্যায়ে জনসভায় রূপ নেওয়ায় জাতীয় নেতৃবৃন্দসহ জেলা, উপজেলা ও তৃণমূলে নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য পরিলক্ষিত হয়। নির্ধারিত সময়ের আগেই একে একে মঞ্চে আরোহণ করেন অনুষ্ঠানের প্রধান বক্তা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এডঃ মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ড. সামিউল হক ফারুকী, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মঞ্জুরুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা মোঃ আব্দুল করিম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর মাওঃ কামরুল আহসান এমরুল, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাফেজ রাশেদুল ইসলাম প্রমূখ। এসময় সমাবেশ স্থল থেকে নেতাকর্মীসহ উৎসুক জনতার মুহুর্মুহু করতালি ও স্লোগানে পুরো আয়োজনে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটে। জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ্ মোহাম্মদ মোজাহিদ এর সঞ্চালনায় ও মুক্তাগাছা উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ শামছুল হক এর সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে ঘড়ির কাটায় বারোটার পরপরই প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তাগাছার কৃতি সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হলের সাবেক ভিপি এডভোকেট মতিউর রহমান আকন্দ মাতৃভূমির স্মৃতি রুমোন্থন করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ দেশ প্রেমিক ও ইসলামী হুকুমাত বাস্তবায়নে অতন্দ্র প্রহরী মাওঃ দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওঃ মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, সাবেক শিবির নেতা ৮২তম শহীদ মঞ্জুরুল কবিরসহ যাদেরকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলার অজুহাতে বিদায়ী ফ্যাসীস্ট সরকার হত্যা করেছে, অবিলম্বে তাদের বিচার কার্যকর করতে হবে। তিনি আরো বলেন, শুধু মুক্তাগাছা নয় আগামীর বাংলাদেশ হবে ইসলাম তথা জামায়াতে ইসলামীর। তিনি দলমত নির্বিশেষে উপস্থিত সকলকে তার ব্যক্তিগত ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজিসহ সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিতভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,"রাজধানী ঢাকাসহ বাংলার কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ রাজধানী,সাহাবাগ উত্তরাসহ দেশের চতুর্দিকে থেকে কোটি কোটি মানুষ যখন ঐ ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড হাসিনার বাসভবন গণভবনের দিকে ধাবিত হয়েছিল,জীবন বাঁচানোর জন্য দুপুর বেলায় সে আর তাঁর বোন হেলিকপ্টারে পালিয়ে ভারত চলে গেল।যেখানের মাল সেখানে চলে গেল।"
প্রধান অতিথির বক্তব্যে আরোও বলেন, "কালো যুগে আমাদের ভোটাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, আইন অঙ্গনে বাংলাদেশের মানুষ সুবিচার ভোগ করতে পারে নাই। আমাদের কোন ধর্মীয় মূল্যবোধ, আমাদের জাতিসত্তা, আমাদের কোন ধর্মের মানুষের কোন স্বাধীনতা ছিল না।" দুঃখজনক হলেও সত্য, সংসদীয় আসনের ৩০০ সদস্যকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না, যা বাংলাদেশের ইতিহাসের তো নয়ই পৃথিবীর ইতিহাসে নজির বিহীন! বলে উল্লেখ করেন।
সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে উক্ত কর্মী সম্মেলনের সমাপ্তি ঘটে।