বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর মিলাদ উদযাপন কমিটির আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের অংশ হিসেবে হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে এ বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ ওয়ালীউল্লাহ মাসুদ এর সঞ্চালনায় প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ মেহেদী হাসান সরকার, অভিভাবকসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরাসহ শিক্ষার্থীরা।
দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসঃ ধর্ম) মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।