বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল সারাদেশের সাথে তাল মিলিয়ে ময়মনসিংহের মুক্তাগাছায় সকাল ১০ টায় “অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বির্নিমান বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমাজসেবা অফিস এবং পিসিসি- আই.ই.সি.ডব্লিউ.ডি প্রকল্প, মুক্তাগাছার যৌথ আয়োজনে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এসময় এক র্যালি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাসর দাংগ, প্রকল্প ব্যবস্থাপক, PCC-IECWD প্রকল্প- মুক্তাগাছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। এ সময় তারা কারিতাসকে ধন্যবাদ জানান এসব আয়োজনের জন্য। আলোচনা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, চশমাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ও তাদের পরিবার সদস্য উপস্থিত ছিলেন।