বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় ক্যাম্পাসে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদদের স্মরণ এক মিনিট নিরবতা পালনসহ কবিতা, গান, হামদ-নাথ, অভিনয় অনুষ্ঠিত হয়।
মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক হাসিনা মমতাজ, সহকারী শিক্ষক শাহ্ ওয়ালীউল্লাহ মাসুদ, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ মেহেদী হাসান সরকার, মোঃ জয়নাল আবেদীন, রেহেনা সুলতানা, জয়শ্রী দে, জোবায়েদ ইসলাম প্রমূখ।
গণঅভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, ১৯৫২, ১৯৭১, ১৯৯০, ২০২৪ সালে সকল যুদ্ধবিগ্রহ, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। প্রতিটি আন্দোলন সংগ্রামে নারীদেরও সহযোগিতা ছিলো উল্লেখযোগ্য। যুদ্ধ এখনও শেষ হয়নি অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণ যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ এখনও চলমান রয়েছে। যে যুদ্ধের যোদ্ধা হিসেবে আজকের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সাহসিকতার সাথে মুকাবেলা করতে হবে।
স্মরণসভা শেষে আহত ও শহিদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।