শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
মো: ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি (ময়মনসিংহ): প্রফেসর ড.আব্দুল হান্নান চৌধুরী ,অধ্যাপক, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়- কে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরীর কর্মজীবন :
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্সের (এসবিই) ডিন ।
অধ্যাপক হান্নান চৌধুরী ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাইম এশিয়া ইউনিভার্সিটির (পিএইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্সের (এসবিই) ডিন হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বিবিএ প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার প্লেসমেণ্ট সেন্টারের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি (২০১১-২০১৩) নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেটের সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামী প্রতিষ্ঠানে তার ৩২ বছরের শিক্ষাদান এবং গবেষণার অভিজ্ঞতা রয়েছে।
তিনি উইন্ডসর ইউনিভার্সিটি, কানাডার (২০০২-২০০৫), নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, বোস্টন, যুক্তরাষ্ট্র (১৯৯৯-২০০১), ক্যালগারি ইউনিভার্সিটি, কানাডা (২০০১-২০০২) এবং বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটিতে (১৯৮৮-১৯৯২) শিক্ষকতা করেছেন।
২০১৪ সালে তিনি ইউনান নর্মাল ইউনিভার্সিটি, চীনের স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্টের একজন খণ্ডকালিন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক চৌধুরীর এক বর্ণিল ছাত্রজীবন ছিল। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি মেধার স্বাক্ষর রাখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে অনার্সে ফাস্ট ক্লাস (পজিশন-সিক্স) এবং স্নাতকোত্তরে ফাস্ট ক্লাস (পজিশন-চতুর্থ) ডিগ্রি অর্জন করেন।
তিনি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, বোস্টন, যুক্তরাষ্ট্র থেকে অপারেশনস রিসার্চে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই ইউনিভার্সিটি থেকে শিল্প প্রকৌশল বিভাগে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি কানাডার ক্যালগারি ইউনিভার্সিটির পোস্ট ডক্টোরাল স্কলার ছিলেন।
তিনি পরিসংখ্যান সম্পর্কিত ৫০টিরও বেশি প্রবন্ধ এবং দুটি বই প্রকাশ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ৪০টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন।