নিজস্ব প্রতিবেদকঃ গতকাল সারাদেশের সাথে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুলা ইউপির নালিখালি, মলাজানি, ইছাখালী এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৪ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। উপজেলার নালিখালি স্থানীয় উপাসনালয়ে ঘন্টা বাজানো, ধুপ, শিশু যীশু ও মা কুমারি মা মরিয়ম মোমবাতি প্রজ্বলন, পুষ্পাঞ্জলি, আলোকসজ্জা, ফাদার কাউন রোজারিওকে ঐতিহ্যবাহী প্রতিক হিসেবে মুকুট আনুষ্ঠানিকভাবে পরিহিত করণ, লিফলেট বিতরণ, আশীর্বাদ ও মঙ্গলবার্তা স্বরূপ তুলসী স্পর্শসহ বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক কেক কাটার মাধ্যমে শিশু কিশোরদের সাথে সমন্বয় ও প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিনের প্রথম অংশের বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু, অর্থ সচিব মোঃ রাশিদুল হাসান জিহাদ ছাড়াও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে লোটাস চিছিম (সিনিয়র ম্যানেজার রাজশাহী এসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), মি. হিউবার্ট মৃ (চেয়ারম্যান, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, মুক্তাগাছা উপজেলা শাখা)।
দিবস উপলক্ষে কমিউনিটির নারী-পুরুষ, আবাল,বৃদ্ধ, বনিতা বিশেষ পোশাক পরিধান,বিশেষ খাবার পরিবেশন, শুভেচ্ছা বিনিময়, আশীর্বাদ ও মঙ্গলবার্তা স্বরূপ তুলসি স্পর্শ, শিশু যীশুর মূর্তি সুসজ্জিত করণ,প্রভুর আগমনে বন্দনা,শেষ আশীর্বাদ/প্রার্থনা পরবর্তী,সুসজ্জিত গায়ক-গায়িকা-বাদ্যযন্ত্রের সাথে সুমধুর, সুললিত কন্ঠের অপূর্ব সংমিশ্রণ, আনুষ্ঠানিক কেক কাটার মধ্য দিয়ে দিবস উদযাপন ছিলো মহামতি যীশুর পূণ্যাত্মা'র প্রতি অগাধ বিশ্বাস,বিনম্র শ্রদ্ধা আর অকুণ্ঠ চিত্তে আত্মোপলব্ধি ও চেতনার উন্মেষ ঘটানোর মাধ্যমে ব্যক্তি,পরিবার,সমাজ তথা বৈশ্বিক শান্তি,সমৃদ্ধির প্রতিশ্রুতি !